মেয়ে হয়ে জন্ম নেয়া একটা পাপ।
প্রতিবন্দী হয়ে বেঁচে থাকা আর একটা পাপ।
সকলের কাছেই ঘৃণার পাত্র হয়ে
বেঁচে থাকতে হয় নাবিলাকে। আত্মীয়
কিংবা প্রতিবেশী কারাে একটু সহানুভূতি
অথবা ভালােবাসা পাওয়া তাে দূরের কথা,
চাওয়াও এক ধরনের পাপ।
… এমনিভাবেই নাবিলা নীরবে শিশির
ভেজা হয় পাথরের মতাে।