ইংরেজ ঔপন্যাসিক এডওয়ার্ড মর্গ্যান ফর্স্টারের (১৮৭৯-১৯৭০) উপন্যাস A PASSAGE TO INDIA-র (১৯২৪) বাঙলা অনুবাদ করেন হিরণকুমার সান্যাল (১৮৯৯-১৯৭৮)। সুধীন্দ্রনাথ দত্ত ও হিরণকুমারের যুগ্ম-সম্পাদকতায় মাসিক ‘পরিচয়’ পত্রিকার ১৩৪৪ অগ্রহায়ণ থেকে ১৩৪৬ বৈশাখ পর্যন্ত অবিচ্ছিন্ন আঠারটি সংখ্যায় ছাব্বিশটি অধ্যায়ে বিন্যস্ত সংক্ষেপিত এই অনুবাদটি প্রকাশিত হয়।