“বঙ্গবন্ধু অসহযোগ থেকে স্বাধীনতা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
পৃথিবীর দেশে দেশে জাতীয়তাবাদী আন্দোলন। ও স্বাধীনতা, জনমুক্তি আন্দোলনে বহুবিপ্লবী ও জাতীয়তাবাদী নেতার আবির্ভাব ঘটেছে যুগে। যুগে। হাজার বছরের শাসন, শশাষণ, নির্যাতন। থেকে জাতীয় মুক্তি সংগ্রামে এমন কয়জন। নেতার পরিচয় পাওয়া যায়, ইতিহাসে যাদের। নাম উল্লেখ রয়েছে। বাঙালিদের হাজার বছরের। ইতিহাসে একজন মহান নেতার জন্ম হয়েছে, কিংবা বাঙালি একজন মহান নেতা সৃষ্টি করতে পেরেছে। সে নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বাঙালির হাজার বছরের স্বপ্নকে বাস্তবে রূপ দান করেছেন। বঙ্গবন্ধু একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তিলে তিলে আর পরিচিতি লাভ করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ। বাঙালী হিসেবে পৃথিবীর সফল নেতাদের। মধ্যে । ” একইভাবে প্লাটিনাম, লুথারকিং, সাটার্কাস, ফিদেল কাস্টো, মােহন চাদ করম চাঁদ গান্ধী, । নেতাজী সুভাষ চন্দ্র বসু, জর্জ ওয়াশিংটন, কার্ল। মার্কস, লেনিন, নেলসন মেন্ডেলা, ইয়াসির আয়াত প্রমুখ জাতীয়তাবাদী’, ‘ও মুক্তিসংগ্রামের নেতা ও বিপ্লবীরা ‘দেশ ও জাতির মুক্তিদাতা হিসেবে স্থান দখল করে। নিয়েছেন। পৃথিবীর ইতিহাসে তাদেরকে মানুষ আজীবন স্মরণ করবে। বাঙালির মুক্তিদাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নেতা একদিনে সৃষ্টি হয়নি। বাঙালির হাজার বছরের আন্দোলন। সংগ্রামের ধারাবাহিকতায় একজন মুক্তিদাতা নেতার জন্ম হয়েছিল। বাঙালিদের সেই নেতার। জন্যই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।