“গওসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী (র:)” বইটির সম্পর্কে কিছু কথাঃ
একটি ঘটনা জনসমাজে সুপ্রসিদ্ধ হইয়া রহিয়াছে যে, দ্বিতীয় খলীফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আহুর খেলাফতকালে একবার নীল নদের পানির স্রোত উহার স্বাভাবিক ও চিরন্তন নিয়ম অনুসারে বন্ধ হইয়া যায়। মূখতার যুগে উহার এই নিয়ম ছিল যে, বৎসরে একবার উহার স্রোত বন্ধ হইয়া যাইত। তখন একজন কুমারী বালিকাকে সুন্দর সাজে সজ্জিত করিয়া নীল নদের পানিতে নিক্ষেপ করা হইত এবং সঙ্গে সঙ্গেই পানির স্রোত প্রবাহিত হইতে আরম্ভ করিত। হযরত ওমর (রাঃ) এই সর্বনাশা নিয়ম সম্বন্ধে অবগত হইয়া এক খণ্ড কাগজে নিম্নলিখিত কথাটি লিখিলেন, “হে নীল! যদি তুমি নিজের ইচ্ছায় বন্ধ হইয়া থাক, তবে প্রবাহিত হইও না। আর যদি আল্লাহ্ তা’আলার আদেশে বন্ধ হইয়া থাক, তবে ওমর তােমাকে বলিতেছে যে, “আল্লাহ্। তাআলারই আদেশে প্রবাহিত হইয়া যাও।” এতটুকু লিখিয়া কাগজখণ্ড কাহারও দ্বারা নীল নদের পানিতে ফেলিয়া দিলেন। উহা নীল নদের পানিতে পতিত হওয়া মাত্র নদীর স্রোত যথারীতি প্রবাহিত হইতে আরম্ভ করিল।
গওসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী (র:) এর জীবনী সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।