“সর্বনাশ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কি কাব্যে, কি কথাসাহিত্যে, কি নাটকে—আদ্যন্ত হাস্যরসের আয়ােজন আজ নেই বললেই চলে। অথচ হাসি মানুষের জীবনযাপনের অচ্ছেদ্য অঙ্গ। জীবনের প্রতি পদে যে-অসঙ্গতি ও অসামঞ্জস্য, তার মধ্যে মিশে আছে হাসি, মজা আর কৌতুক। এদের বাদ দিয়ে মানুষ বাঁচতে পারে না। তাই সে হাসতে চায়। জীবনে যদিওবা কিছু হাসি আছে, সাহিত্য থেকে হাসির খােরাক পাওয়া এখন প্রায় দুর্লভ। তবু এরই মধ্যে তারাপদ রায় হাসির লেখায় নিজেকে সচল রেখেছেন। তাঁর হাস্যরসাত্মক নানা রচনার মধ্যে আর একটি বিশিষ্ট সংযােজন সর্বনাশ। রসরাজ সাহিত্যিক শিবলাল অধিকারী, বজ্রনীল, কৃষ্ণা, সঞ্জয় চৌধুরী, সর্দার শের সিংহ প্রমুখ চরিত্রকে নিয়ে এই। উপন্যাসের আখ্যান জমে উঠেছে নিখাদ নিপাট হাসিতে। কাঁঠাল কিংবা ক্যাট কল, বােনলেস টোপাকুল কিংবা বিচিসর্বস্ব মাদ্রাজিকুল—এই সব তুচ্ছ বিষয় থেকেও লেখক নিংড়ে বের করেছেন সরস মাধুর্য।