ফ্ল্যাপে লিখা কথা
স্বাধীনতা যুদ্ধ একাত্তর আমাদের অনেক আকাঙ্ক্ষার ধন স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে অনেক মৃত্যু, নারী নির্যাতন ও অনেক ধ্বংসের বিনিময়ে। সে যুদ্ধের রূপরেখা ও সামাজিক শ্রেণীচরিত্র নানামাত্রায় তুলে ধরার চেষ্টা করেছেন আহমদ রফিক ‘বাঙালির স্বাধীনতা যুদ্ধ’ বইটিতে। স্বাধীনতাযুদ্ধের রাজনৈতিক চরিত্র যথেষ্ট জটিল বিশেষ করে ভারত -পাকিস্তান সম্পর্কের পরিপ্রেক্ষিতে যা আবার নানা প্রশ্নের বিদ্ধ। যুদ্ধের প্রেক্ষাপট ও আর্থসামাজিক তাৎপর্য ও ইতিহাসের বিচারে গুরুত্বপূর্ণ যেখানে রয়েছে রাজনীতির পাশাখেলা ও নানামুখী ষড়যন্ত্রের চাতুর্য, ক্ষমতা -দখলের রোভ -লালসা। জীবন সেখানে তুচ্ছ তা যত মূল্যবানই হোক। স্বাধীনতাযুদ্ধের নেপথ্যে ছিল বাঙালি জাতীয়তার চেতনা।সে চেতনা কতটা সমাজে বিরাজমান বৈষম্য ও শোষণ থেকে মুক্তির দিকনির্দেশক তা নিয়ে অনেক প্রশ্ন, অনেক বিতর্ক। সেসবও এই বইয়ে নানা প্রসঙ্গে আলোচিত। এমনকি আলোচিত স্বাধীনতা যুদ্ধ বনাম মুক্তিযুদ্ধের তাত্ত্বিক বিচার। আরও একটি বিতর্কিত বিষয় ইতিহাসে স্বাধীন বাংলার অবস্থান যা সংক্ষিপ্ত অনুচ্ছেদে তুলে ধরা হয়েছে । সব মিলিয়ে ‘বাঙালির স্বাধীনতা যুদ্ধ’ ঘটনার সরলরৈখিক বয়ান নয়, ইতিহাসের নানা কোণে আলো ফেলার চেষ্টা রয়েছে এতে এবং তা কখনো প্রথাসিদ্ধ ইতিহাসের বাইরে অথচ ইতিহাসেরই নেপথ্য আলেখ্য রচনার লক্ষ্যে।