“বিজ্ঞানে ঈশ্বরের সংকেত” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বিপুল এই মহাবিশ্বে কেউ একা নয়। মহাবিশ্বের বুননের মধ্যে এক হয়ে আছে। প্রত্যেকে এবং সৃষ্টিকর্তা। মহাবিশ্ব সম্পূর্ণ নয় একজনকেও ছাড়া। ভাবলেই জীবন অমূল্য হয়ে ওঠে যে, এই মহাবিশ্বে আমাদের প্রত্যেকের স্থানই কী অসীম গৌরবের, কী অনন্ত মর্যাদার! বিশিষ্ট বিজ্ঞানী ড. মণি ভৌমিকের ‘বিজ্ঞানে ঈশ্বরের সংকেত’ গ্রন্থে পাওয়া যায় মহাজাগতিক ধর্মীয় অনুভব। তার মতে, বিজ্ঞানের যুগে নাস্তিক হওয়াটাই অবৈজ্ঞানিক। প্রাচীন ভারত নিরাকার সত্তাকে ‘ব্রহ্ম’ বলে উপলব্ধি করেছিল কতকাল আগে। আজ বৈজ্ঞানিক দৃষ্টিতেই টের পাওয়া যায়, সারা মহাবিশ্ব জুড়ে রয়েছে এক বিমূর্ত বুদ্ধিমত্তার প্রকাশ। যাকে একই সঙ্গে বলা যায় স্রষ্টা এবং ধারক। ড. মণি ভৌমিকের সাম্প্রতিক বেস্টসেলার ‘কোড নেম গড, দ্য স্পিরিচুয়াল অডিসি অফ আ ম্যান অফ সায়েন্স’-এর বাংলা ভাষান্তর ‘বিজ্ঞানে ঈশ্বরের সংকেত’ সৃষ্টি-রহস্যের আলােচনায় উপহার দেয় এমন অনন্য অনুভূতি, যেখানে আদিসত্তার সন্ধানে বিজ্ঞানের সঙ্গে ধর্মের কোনও বিবাদ নেই।