ফ্ল্যাপে লেখা কিছু কথা
‘অদৃশ্য মানব’-এর নায়ক অনিক রায়হান দুরন্ত দুঃসাহসী এক গ্রাম্য কিশোর। তার প্রতিদিনের জীবন-যাপন গ্রামের আর দশটা ডানপিটে ছেলের মতো। গ্রামের তেজ ও নির্মল আলো-হাওয়ায় সে বড় হয়েছে। তারপর নানা ধরনের দুঃসাহসী ঘটনা ও ভৌতিক ঘটনা কাহিনীকে এগিয়ে নিয়ে গেছে। কিশোর অনিক চাচাত বোন অপরাজিতাকে বন্ধুর মতো কাছে পেয়েছে সবসময়। কিশোর বয়সের ভালো লাগা কাছে টেনেছে একে অপরকে। তারপর অনিক চলে গেছে দূরে…. অনেক দূরে…… সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে। নটরডেম কলেজ পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতি অনার্সে উত্তীর্ণ হওয়ার পর মাস্টার্স শেষ না করেই অনিকের পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেয়ার বিষয়টি বিস্মিত করেছে তার বাবাকে। সন্ত্রাসী, অপহরণকারী ও সমাজের টপটেররদের আস্তানায় আঘাত হানতে গিয়ে অনিকের অদৃশ্য হওয়ার ঘটনা….. তারপর আবার ভৌতিক ও রহস্যময় নানা ঘটনা….. অনিক কোথায় অদৃশ্য হয়ে গেল? অপরাজিতার কী হলো?