“সাহিত্যের ক্লাস” বইটির আমাদের কথা অংশ থেকে নেয়াঃ
আমাদের কথা সৎ ও সাহসী সাহিত্যিকের বড়ই অভাব সাহিত্যাঙ্গনে। সস্তা জনপ্রিয়তা খ্যাতি আর অর্থের জন্য যারা সাহিত্যকর্ম করেন তাদের কথা আলাদা। আদর্শবাদী জীবনঘনিষ্ঠ এবং আল্লাহমুখী চেতনায় যারা সাহিত্য নির্মাণে ব্রতী হন তাদের জন্যই আমাদের সকল প্রয়াস নিবেদিত। চল্লিশ বসন্ত পেরিয়ে আসা একজন আদর্শবাদী নিমগ্ন সাহিত্য-সাধকের সাহিত্য চর্চার বয়স যদি হয় জীবনের অর্ধেক, তাহলে তাঁর অভিজ্ঞতা থেকে আজকের নওল সাহিত্যসেবীর অবশ্যই কিছু সবক নেওয়ার থাকে। সময়ের ব্যস্ততম সাহিত্যকর্মী মুহাম্মদ যাইনুল আবিদীনের বেশ কিছু বই ইতােমধ্যেই আমরা প্রকাশ করেছি। তবে বিষয়বস্তু ও শিল্পমান বিচারে এ বইটি ব্যতিক্রম এবং অভিনবত্বের দাবী রাখে। কেবল অনুশীলনের মাধ্যমে যেমন সাহিত্যিক হওয়া যায় না, তেমনি অনুশীলনবিহীন কোন সাহিত্যিকও কাক্ষিত মানে উত্তীর্ণ হতে পারেন। যে বীজ থেকে বিশেষ পরিচর্যা ও প্রতিকূল পরিবেশে বামন বৃক্ষের জন্ম- সেই বীজ থেকেই উদার ও উর্বর জমিনে জন্মে বিশালকায় বিটপি। তেমনি সাহিত্যকর্মীকেও অনুশীলনের জন্য গুরু আর পুস্তকের দ্বারস্থ হতেই হয়। আজকের নবীন সাহিত্যকর্মীদের আগামী দিনে বামন বৃক্ষের মতাে নয়; বরং উদার ও উর্বর জমিনে বেড়ে ওঠা বিশালকায় বিটপি হিসাবেই দেখতে চাই- যে গাছের শাখায় শাখায় হাজারাে পাখি ফুল-ফল খেয়ে তৃপ্ত হবে, ছায়ায় বসে ক্লান্ত শ্রান্ত পথিক খুঁজে পাবেন মিষ্টি মধুর আমেজ আর সজীবতা। নিমগ্ন সাধনায় প্রাজ্ঞ ও বােদ্ধা হয়ে ওঠা মধ্যবয়সী মুহাম্মদ যাইনুল আবিদীনের সাহিত্য জীবনের বর্ণাঢ্য অভিজ্ঞতা আর নিরলস শ্রমের ফসল সাহিত্যের ক্লাস নতুন সাহিত্যমােদীদের তেমনি উদার অতিকায় বিটপি হিসেবে গড়ে তুলতে অবদান রাখবে