অন্ধকারের ভয়াবহতা থেকে বাঁচতে মানুষ আলাে চায়। ঝলমলে আলাে। সেই ঝলমলে, উজ্জ্বল আলােকবর্তিকা নিয়ে পৃথিবীতে এসেছেন অনেক মহামানব। কেউ স্রষ্টার পরিকল্পিত মশালধারী। আবার কেউ মশালধারীর আলােকে আলােকিত। যারা সত্য সুন্দরের জয়গান করেছেন জীবনভর। ক্ষমতার স্বর্ণশিখরে থেকেও ন্যায়-নীতির বাইরে এঁরা পা বাড়াননি। এঁরাই পৃথিবীকে করেছেন আলােকিত। এদের শাসনেমানুষ পেয়েছে ভালােবাসা। পেয়েছে শান্তি, অনাবিল সুখ আর সমৃদ্ধি। আজ ঝাবিক্ষুব্ধ পৃথিবীতে সেই আলােকিত শাসকদের বড় প্রয়ােজন। এই গ্রন্থে রয়েছে সেই আলােকিত শাসকদের খণ্ড খণ্ড মন মাতানোে কাহিনী যা রাষ্ট্রের শাসকদেরই শুধু নয়, সমাজের বিভিন্ন পর্যায়ের শাসকদের জন্য রয়েছে পরিপূর্ণ হেদায়েত। আর সবার জন্য তাে শিক্ষার ব্যাপারটি রয়েছেই। ছােট-বড় সবারই ভালাে লাগবে বলে আমার বিশ্বাস।