“ফার্মার বয় লিটল হাউজ অন দ্য প্রেয়ারি” বইয়ের পেছনের কভার থেকে:
ছােট্ট ছেলে আলমানযাে। সবে নয় বছর বয়স। বাবার খামার-বাড়িতে বড় হয়ে উঠছে। ভাইবােনদের সঙ্গে ওকেও প্রচুর কাজ করতে হয়। গােলাঘর পরিষ্কার করা, দুধ দোয়ানাে, মুরগির ডিম তােলা, মাখন তৈরি করায় মাকে সাহায্য করা-এরকম আরও কত কি। কিন্তু ভুলেও ওকে শহুরে জীবনের আরাম-আয়েশের লােভ দেখিয়াে না-ও মাথা নাড়বে।
লিটল হাউজ অন দ্য প্রেয়ারি ওই একই সময়ে ছােট্ট মেয়ে লরা বাবা-মার সাথে গােটা মধ্য-আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে স্থায়ী বসতির সন্ধানে। বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে বেড়ে উঠছে ও। জানে না, একদিন দেখা হবে আলমানযাের সঙ্গে।