“চন্দ্রদ্বীপ বাকলা বরিশাল” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
সুদূর অতীতের চণ্ডভণ্ডদের ছােট একটি জনপদ নানান যুগে নানান বিবর্তনের পালা চুকিয়ে আজ বরিশাল বিভাগ নামে প্রতিষ্ঠিত। এরই মাঝে এটি অর্জন করেছিল নানান পরিচিতি; যেমন – চন্দ্রদ্বীপ, বাকেরগঞ্জ, বাকলা, বেঙ্গালা ও বরিসল্ট। বিবর্তনের এ পালা কেবল নামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এর সীমারেখা, সাহিত্য, শিল্প, দর্শন, নৃতত্ত্ব প্রভৃতি সকল ক্ষেত্রেই আশনাই যুগিয়েছে। তাই বরিশালের ইতিহাসের পরতে পরতে লুকিয়ে আছে বৈচিত্র্য ও রােমাঞ্চ। এ পুস্তকের সংক্ষিপ্ত কলেবরের মধ্য দিয়ে সেসব বৈচিত্র্য ও রােমাঞ্চের কিছুটা স্বাদ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে ইতিহাস। সাথে সাথে উপস্থাপিত হয়েছে পুরাকীর্তি। লেখার পাশাপাশি কিছু দুর্লভ আলােকচিত্র এবং মানচিত্র সন্নিবেশিত হয়েছে।