“লেয়ার অভ দ্য হোয়াইট ওঅর্ম” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
দূর-সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে দেখা করবার জন্য সুদূর অস্ট্রেলিয়া থেকে ইংল্যাণ্ডে এসেছে অ্যাডাম সালটন। জানত না, ওর জন্য সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করছে ওখানে। সাপের উৎপাতে দিশেহারা হবার দশা, তার সঙ্গে যুক্ত হয়েছে পিশাচ-সাধক এডগার ক্যাসওয়ালের সম্মােহনী হামলা, এবং রহস্যময়ী নারী আরাবেলা মার্চের ভয়াল ষড়যন্ত্র সবচেয়ে বড় বিপদ হয়ে দেখা দিল। এক দৈত্যাকার শ্বেতসর্প…গভীর এক গুহায় তার আস্তানা, যেখানে চলে নরমাংস-ভােজের উৎসব! কীভাবে নিজের প্রাণ বাঁচাবে অ্যাডাম? কীভাবে বাঁচাবে প্রেমিকাকে? ড্রাকুলা-খ্যাত ব্রাম স্টোকারের আরেকটি বিশ্ববিখ্যাত পিশাচ-কাহিনি। ভয়াল আতঙ্ক আর রুদ্ধশ্বাস উত্তেজনার অতুলনীয় উপাখ্যান।