“মাসুদ রানা : স্নাইপার (দুইখণ্ড একত্রে)” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
এত বড় বিপদে খুব কমই পড়েছে মাসুদ রানা। এত বড় অভিযােগের আঙুলও খুব কমই উঠেছে ওর বিরুদ্ধে। আমেরিকার প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ও। কী, চমকে গেলেন? আগে পুরােটা পড়নই না! ভয়ঙ্কর জটিল। এক ষড়যন্ত্রের শিকার হয়েছে ও। ওসামা বিন লাদেনকে পিছনে ফেলে দুনিয়ার সমস্ত মােস্ট ওয়ান্টেড লিস্টের এক নম্বরে উঠে এসেছে মাসুদ রানার নাম, ওর। মাথার দাম ঘােষণা করা হয়েছে দুই কোটি ডলার! পালিয়ে বেড়াচ্ছে রানা, একা, আহত অবস্থায়। সাহায্য করার কেউ নেই। একটাই পথ । সামনে—নিজের সেই নিষ্ঠুর রূপটা আরেকবার। সবাইকে দেখিয়ে দেয়া। পাঠক, দমবন্ধ করে বসুন। শুরু হচ্ছে যুদ্ধ!