“পৃথিবীর ইতিহাস” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কন্যা ইন্দিরার উদ্দেশে রচিত পিতা জওহরলাল নেহরুর পত্রাবলির সংক্ষিপ্ত সংকলনটি অত্যন্ত জনপ্রিয়। এ-গ্রন্থটিও রচিত হয়েছিল কন্যা ইন্দিরার উদ্দেশে কারান্তরাল থেকে প্রেরিত পিতা নেহরুর পত্রধারার মাধ্যমে। কিন্তু ব্যক্তি ও সমসময়কে ছাপিয়ে এ-গ্রন্থের আবেদন এমনই সর্বজনীন ও সর্বকালীন যে ফিরে-ফিরেই পড়তে হয় এই পত্রাবলি, পুরাতন কালকে আবিষ্কার ও পুরাতনের সঙ্গে নতুনের সম্বন্ধ নির্ণয় করতে গিয়ে যেখানে নেহরু অভিযান চালিয়েছেন অতীতের মহাসমুদ্রে, বিভিন্ন কালে বিভিন্ন যুগে ইতিহাসপ্রসিদ্ধ নরনারীর প্রতিবেশী হয়ে করেছেন বসবাস, কোথাও আবার অতীতের ঘটনা ভালােভাবে হৃদয়ঙ্গম করার জন্য পুরাতনের জীর্ণ কঙ্কালকে রক্তমাংস দিয়ে জীবন্তরূপে সাজিয়ে তুলেছেন। বিবরণের দিক থেকে এ-গ্রন্থ যেমন মূল্যবান, তেমনই লেখকের ব্যক্তিত্বের ছাপও এতে বর্তমান। নেহরুর অসাধারণ মনীষা ও অনুভূতিপ্রবণ মন এই ইতিহাস-গ্রন্থকে অনন্যসাধারণ করে তুলেছে। বর্ধিষ্ণু শিশুর উদ্দেশে লিখিত পত্রের আকারও এতে ক্ষুন্ন হয়নি। এর আবেদন সরল এবং ঋজু। কিন্তু, বিষয়বস্তুর আলােচনা কোথাও অগভীর নয়। ঘটনা বিবৃতি বা তাৎপর্য বিশ্লেষণ কোথাও অতিমাত্রায় সরলীকৃত হয়নি। এ-কথা সেদিন যেমন সত্য ছিল, আজুও তেমনই সত্য।