বইয়ের ফ্ল্যাপের লেখা
ময়মনসিংহের রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতে সুপরিচিত আলােকময় নাহা বহুমাত্রিক কর্মে ছিলেন অনন্য প্রতিভার অধিকারী। অকাল প্রয়াত এই ব্যক্তি হিন্যে বিশিষ্ট আইনজীবী, সফল মুক্তিযােদ্ধা, নির্বাচিত জনসেবক, বস্তুনিষ্ঠ সাংবাদিক, ত্যাগী রাজনৈতিক নেতা, রবীন্দ্র ও গণসংগীতশিল্পী এবং সংগঠক। ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও জীবনভর সংগ্রাম করে গেছেন গরিব-দুঃখী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায়। নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানি শাসকগােষ্ঠীর স্বৈরশাসনবিরােধী সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে, বীরদর্পে অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধে। দেশদ্রোহীর অভিযােগে পাকিস্তানি শাসনামলে ও স্বাধীন বাংলাদেশে তাকে চারবার কারাবরণ করতে হয়। প্রায় পাঁচ বছর কারাগারে বিনাবিচারে আটক থাকেন এবং প্রায় আট মাস থাকেন গৃহে অন্তরীণ। এছাড়াও বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দীর্ঘদিন পলাতক জীবন-যাপন করেন। সংগীত ও রাজনৈতিক জীবনের পাশাপশি লেখালেখিও করতেন। তাঁর লেখায় রয়েছে গভীর ধার, স্পষ্ট বক্তব্য আর কার্পণ্যহীন। স্বাধীন মত প্রকাশের দৃঢ়তা। আলোকময় নাহার এই জীবনী পাঠ করে জানা যাবে তার জীবনের নানা অনালােকিত দিক-যা এক প্রকৃত গবেষকের পরম নিষ্ঠাজাত শ্ৰমে উঠে এসেছে অনুপুঙ্খ বিবরণসমেত।