পৃথিবীর একপ্রান্তে মাদকাসক্ত এক কিশোরের মৃত্যু সূচনা করলো বিশাল এক যুদ্ধের। মাদকব্যবসায়ীদের নিমূর্ল করতে বদ্ধপরিকর স্বয়ং মার্কি প্রেসিডেন্ট। ডেকে পাঠানো হলো ভিয়েতনাম যুদ্ধফেরত, পোড়খাওয়া অভিজ্ঞ পল ডেভেরু ‘কোবরা’কে। শুরু হলো বিপজ্জনক একটি মিশনের। মাদক ব্যবসার অন্ধকার জগতের বিস্তারিত আর বিশ্বস্ত চিত্র তুলে ধরেছেন ফ্রেডারিক ফরসাইথ। দ্য ডে অব দি জ্যাকেল-এর স্রষ্টা বরাবরের মতো এখানেও সফল।