ফ্ল্যাপে লিখা কথা
কথাসাহিত্যের বিপুল ভুবনে আমাদের পরিভ্রমণ কিংবা পরিচিতি হয়তো খুব বিস্তৃত নয়। তবে গল্প বা কাহিনী আমাদেরকে দাঁড় করায় জানা-অজানা বিচিত্র জগতের প্রান্তরে। অভিজ্ঞতা-আনন্দ আর কল্পনারাজির রাজ্যপটে আমরা যে কখন ঢুকে পড়ি, তা কখনো কখনো রয়ে যায় অনুভবের আড়ালে। আবার সব কাহিনীই যে আনন্দ দেবে এমন কথাও জোর করে বলা অবাবস্তব হবে- অন্যায়ও বোধকরি। তবে কতিপয় কথা আপাতত এখানে ভেবে রায় যায়। আমরা কী পাই গল্পের কিংবা উপন্যাস পড়ে? –জীবনকে? – জীবনের ছায়া? না-কি মনের কোণে লুকিয়ে-থাকা কোনে অভিপ্রায়কে আমরা খুঁজতে থাকি বর্ণিত কাহিনীর পাতায় পাতায়? এ জিজ্ঞাসাবলির সমাধান হয়তো পুরোপুরি জানা হয়ে ওঠে না।তাই , এমন প্রশ্ন থেকেই যায়-সত্যিই কি আমরা কিছু একটা পাবার প্রত্যাশায় এসব কথা-কাহিনী পড়ে থাকি?
এটা স্বাভাবিক যে, বাংলা সাহিত্যের কোনো কোনো গুরুত্বপূর্ণ বই কিংবা বিষয়ের আলোচনা আজও হয়নি; দুর্বোধ্য সামাজিক-সাংস্কৃতিক , রাজনীতির কারণে এগুলো পাঠকের-গবেষকের দৃষ্টির আড়ালে পড়ে গেছে- এমন কিছু গ্রন্থ এবং বিষয়ের আলোচনা জায়গা করে নিয়েছে এই গ্রন্থে। রয়েছে কিছু পরিচিত কথা-কাহিনীর পাঠ-প্রতিক্রিয়া কিংবা নিবিড়ি-বিশ্লেষণ।