ঝাড়ফুঁক

৳ 225.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
8170661099
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ১২৮
সংস্কার 6th Print, 2013
দেশ ভারত

“ঝাড়ফুঁক” বইয়ের ফ্ল্যাপের লেখা:
তার ভঙ্গি বরাবরই লঘু, কিন্তু বিষয় কখনাে নয়। হাসতে-হাসতে . হালকা চালে যে-সব কথা নিতান্ত। সহজে উচ্চারণ করেন সঞ্জীব চট্টোপাধ্যায়, তাঁর প্রতিটি গল্প-উপন্যাস। বা রম্যরচনায়, গুরুত্বের দিক থেকে তার মূল্য অপরিসীম। সেই রচনাদি পাঠ করে প্রথম প্রতিক্রিয়ায় আমরা হেসে উঠি ঠিকই, কিন্তু ক্রমশ টের পেতে থাকি যে, এ প্রায় আয়নার সামনে দাঁড়িয়ে হেসে ওঠা। আমাদেরই জীবন ও আচার-আচরণের, চারপাশের মানুষজন, সমাজ, ও ঘুণ-ধরা পরিবেশের মধ্য থেকেই সঞ্জীব চট্টোপাধ্যায় তুলে নিয়েছেন কৌতুকময় নানান উপাদান। ‘ঝাড়ফুঁক’ উপন্যাসটিও এর ব্যতিক্রম নয়। যে-সমাজে রবীন্দ্রনাথ শুধু বাঙালীর কণ্ঠে স্থান পান, নেতাজী সুভাষচন্দ্র বন্দী হয়ে থাকেন নেতাজী-ভবনের প্রত্নশালায়, সেই সমাজেরই নানান ক্ষেত্রে চূড়ান্ত অসঙ্গতি ও অবক্ষয়ের চেহারাটা এখানে ফুটিয়ে তুলেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় এক যুবকের আশ্চর্য কৌতুহলকর জীবনকাহিনীর মধ্য দিয়ে। এ-উপন্যাস তাই যতটা হাসায়, তার ঢের বেশি ভাবায়।

সঞ্জীব চট্টোপাধ্যায় বিখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তিনি ১৯৩৬ সালে কলকাতায় জন্মগ্রহন করেন। মেদিনীপুর জেলা স্কুল থেকে প্রাথমিক শিক্ষা এবং হুগলী কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষাগ্রহন করেন । তিনি অনেক উপন্যাস,ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন । তাঁর সবথেকে বিখ্যাত উপন্যাস লোটাকম্বল যা দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল। তাঁর রচনায় হাস্যরসের সাথে তীব্র শ্লেষ ও ব্যঙ্গ মেশানো থাকে ।ছোটদের জন্য তাঁর লেখাগুলিও খুবই জনপ্রিয় । তাঁর সৃষ্ট ছোটদের চরিত্রের মধ্যে বড়মামা ও ছোটমামা প্রধান ।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ