ফ্ল্যাপে লেখা কিছু কথা
রুখতেই হবে সাউরানকে। কিছুতেই সে যেন ফিরে না পায় সর্বনাশা রিংটি। পেলে গোটা মধ্যবিশ্ব হবে ছারখানা। মুক্তিপথের কাণ্ড পথিক গ্যাণ্ডালফকে এসব বড় ভাবাচ্ছে। তার ওপর ‘কাঁটা ঘায়ে নুনের ছিটার’ ভূমিকায় নেমেছে সারুম্যান দ্য হোয়াইট, হোয়াইট কাউন্সিলের কর্ণধার-গ্যাণ্ডালফের এক সময়ের সুহৃদ। তবে অকুতোভয় গ্যাণ্ডলফ হাত গুটিয়ে বসে নেই, জড় করছে তার অন্য মিত্রদের-ল্যাগোল্যাস দ্য এলফ, গিম্লি দ্য ডুয়ার্ফ, সায়ারের ফ্রোডো ব্যাগিন্স ও বিলবো ব্যাগিন্স, এরাথর্ন-তনয় এরাগর্ন, রিভেণ্ডেল এর অধিপতি এলরগু, রোহানের দণ্ডমূণ্ডের কর্তা থিওডেন।এরা কি পারবে সাউরানের পৃথিবীজোড়া কুপ্রভাব নস্যাৎ করতে? ঘরের শত্রু সারুম্যানকে নিয়েই বা কি করবে গ্যাণ্ডলফ? লরিয়েনের যাদুসম্রাজ্ঞী গ্লাড্রিয়েলও যে কিছু বুঝতে পারছে না। গন্ডারের পতন তো চার আনা হয়ে গেছে। কোথায় থামবে মর্ডরের ডার্কলর্ড? কি হবে বৈশ্বিক সাম্যভারের ভবিষ্যত?