“শিশুদের মুক্তিযুদ্ধের গল্প” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বাংলাদেশে শিশুতােষ গল্পের ঝুলিতে আধুনিক ধারার যে সকল গল্পকারের নাম জমা হয়েছে তাঁদের মধ্যে আরমান হায়দার| অন্যতম। বাংলার নিসর্গ প্রকৃতি, পরিবেশ ও বিজ্ঞান, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, দেশপ্রেম এবং সর্বোপরি নৈতিক মূল্যবােধ সৃষ্টির প্রেরণা এসবই উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে লেখকের প্রতিটি গল্পে। তাঁর প্রকাশভঙ্গী ঈর্শনীয়ভাবে সাবলিল ও সহজ। তরতর করে বয়ে চলা সহজ ভাষা, সুনিপুন বুনন ও ঠাসবুনট কাহিনী তাঁর গল্পের অন্যতম সম্পদ। দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত তার কিছু অনবদ্য গল্প নিয়ে এই গ্রন্থটি বেরুল। আশা করা যায় যে, লেখকের নিজস্ব বর্ণনা আর ভাষা শৈলীর গুণে অনন্য এ গল্পগুলাে শিশুকিশােরসহ সববয়সের পাঠককেই আকৃষ্ট করবে।