মাহমুদ দারবিশ তার একটি কবিতায় লিখেছিলেন ‘স্বপ্ন দেখি পৃথিবীর হৃদয় তার মানচিত্রের চেয়েও বড়’। পৃথিবীকে ঘিরে কী অদ্ভুত বিশ্বাস আর ইতিবাচক চিন্তা দারবিশের। দীর্ঘদিন ছিলেন রাষ্ট্রবিহীন ভূখণ্ডের বাসিন্দা। এক নির্বাসিত জীবন তিনি বয়ে বেড়াতেন সর্বত্র। তার কবিতায় সেই নির্বাসিত জীবনের গভীর বেদনার প্রতিফলন রয়েছে। দারবিশ প্রেমিক পুরুষ। তার কবিতায় রয়েছে হারানো প্রেমের জন্য হৃদয় উৎলানো আক্ষেপÑ‘শুধু একবার বলো, আমাদের ভালোবাসা মরে গেছে, তাহলে আমিও মরণ ও সবকিছুর যোগ্য হয়ে উঠব’।
তার সক্রিয় রাজনৈতিক ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাটা জীবন তিনি লড়াই করেছেন। হয়ে উঠেছিলেন সমগ্র আরব বিশ্বের প্রতীক। ছিলেন পিএলও’র নির্বাহী কমিটির সদস্য। বাস্তচ্যুত ফিলিস্তিনি মানুষের ওপর চালানো নির্যাতনের কথা তিনি বলেছেন। তাদের বেদনার কথা লিখেছেন তিনি। মাহমুদ দারবিশ ফিলিস্তিনি জনগণের অতি প্রয়োজনীয় প্রাণবায়ু, তাদের নির্বাসন ও অস্তিত্বের জ্বলজ্যান্ত সাক্ষী। ওইসব ঘটনার একজন নিখুঁত কথক। তার বর্ণনা বিশ্বের মানুষের হৃদয়কে আলোড়িত করেছে। মাহমুদ দারবিশ সেই অতি জরুরি কণ্ঠস্বর যা একবার শুনলে চিরকালের জন্য হৃদয়ে গেঁথে যায়।
বইটিতে দারবিশের কবিতা ছাড়াও রয়েছে তার বিভিন্ন রচনা, তাকে নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের মূল্যায়ন এবং কয়েকটি সাক্ষাৎকার।