“প্রশ্নপুস্তক (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
আগাগােড়া প্রশ্ন দিয়ে গড়া পাবলাে নেরুদার শেষ কাব্যগ্রন্থ প্রশ্নপুস্তকে কবির দীর্ঘ এবং বিচিত্র কাব্যযাত্রার নানা চিহ্ন রয়ে গেছে । বুড়াে বয়স কবিকে যেন ফিরিয়ে নিয়ে গেছে তার শৈশবের কাছে। প্রকৃতি ও বস্তুবিশ্বের ভেতর শিশুর বিস্ময় নিয়ে নতুন করে বেঁচে উঠেছেন কবি । যে প্রশ্নগুলাে দিয়ে কবিতাগুলাে গড়া, সে-সবের সুনির্দিষ্ট কোনাে উত্তর নেই, উত্তরের জন্যই প্রশ্নগুলাে করা, এমনও নয়। এগুলাে আমাদের চোখের সামনে হাজির করে নানা রকম ইমেজ, যা আমাদের চেতনাকে টেনে নেয় অনুভবের তলদেশে, যেখানে অভিজ্ঞতা আর যুক্তিবােধ সর্বদা পরস্পরের সঙ্গে বিবাদে লিপ্ত । আমরা তখন আমাদের সত্তার আলাে-আঁধারি জন্মসন্ধির কাছে বিস্ময় নিয়ে, কৌতূহল নিয়ে, কখনাে বিভ্রান্তের মতাে হতচকিত হয়ে ঘুরে বেড়াই এবং এ ভাবে প্রশ্ন-সঙ্কুল হয়ে ওঠাটাই যেন এক খেলা।