ভূমিকা
তিনটি ওয়েস্টার্ন কাহিনি একত্রে ভলিউম আকারে প্রকাশিত হলো। কাহিনিগুলো এর আগে পৃথক পৃথক ভাবে প্রকাশিত হয়েছিল। টুইন স্প্রিংস শহরে খবর ছড়াল, বিপুল পরিমাণে সোনা পাওয়া গেছে সোনালি স্বপ্ন বিভোর হয়ে দলে দলে লোক শহর খালি করে গেল সোনার খোঁজে। শহরে ঢুকল দস্যুদল। ফেঁসে গেল বেনন আর ব্যাগলে । ‘কূটচাল’ এর কাহিনি এভাবেই এগিয়ে যেতে থাকে। ‘প্রতিযোগী’ নামের কাহিনিটির নায়ক সলটার । এ যাবৎ বাবার মৃত্যুর রহস্যের কোনও কনিারা হয়নি, অথচ কেটে গেছে ছটি বছর।আর যাকে সে ভালোবাসে সে এখন তাকে ছেড়ে অন্য লোকের সঙ্গে মেলামেশা করো। ঘটনার পরিণতি দেখার জন্য শেষটুকু অবশ্যই পড়তে হবে পাঠকে। ‘মাশুল’ -এর কাহিনীটি অ্যাকশন প্রধান। বেন স্লেজেরল শপথ করেছিল আর কখনও সিরেনোতে ফিসে আসবে না। কিন্তু অ্যাম্বুশে বাবার মৃত্যু হওয়ার খবর পেয়ে ঠিকই ফিরে আসতে হবে । কিন্তু কাজটা যে মোটেই সহজ নয়। টানটান উত্তেজনায় ভরপুর ভলিউমটি পাঠকের ভাল লাগবে।