ফ্ল্যাপে লিখা কথা
রহুল আমিন বাবুল। জন্ম ১৯৫৪ সালে নারায়গঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার দিঘলদী গ্রামে। ১৯৭১ সালে আগরতলায় প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের একজন সক্রিয় মুক্তিযোদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ অনার্স এম.এ । কর্মজীবনে সাংবাদিকতা ,সাহিত্যসেবা ও প্রকাশনার শিল্পের সাথে জড়িত। বাংলাদেশের মৌলিক ছড়াসাহিত্যে নিয়ে তাঁর গবেষণাগ্রন্থ ‘ছড়ায় বাংলাদেশ’ ও ‘পল্লীকবী জসীমউদ্দীন’ প্রকাশিত হয় কলকাতার অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান মল্লিক ব্রাদার্স ও লেখা প্রকাশনী থেকে। অন্যান্য প্রকাশিত গ্রন্থের মধ্যে সেরা মনীষীদের ছাত্রজীবন, ওরা হাসি চায়, ভূতের সঙ্গে লড়াই, বাংলাদেশের ছড়াসাহিত্য, বাংলাকাব্যে জন্মভূমি, সেরা বিজ্ঞানীদের ছাত্রজীবন, ছড়ায় ছড়ায় পড়া, একাত্তরের যুদ্ধ, নির্বাচিত রসরচনা, অল্পস্বল্প হাসির গল্প, বাংলা সাহিতের পঞ্চরত্ন, শিক্ষা ও সমাজ সেবায় নারী, ছোটদের বেগম রোকেয়া, চিরায়ত ১০০ কিশোর কবিতা, ছোটদের নজরুল, ছোটদের মওলানা ভাসানী, ছোটদের শেখ মুজিব, ছোটদের শহীদ তিতুমীর, বাংলা সাহিত্যে হাস্যরস, মেধাবিকাশের সহজ উপায়, সেক্সফিকশন , চলো যাই চিড়িয়াখানায় উল্লেখযোগ্য। প্রবন্ধের জন্যে ‘কথাশিল্পী স্বর্ণপদক ১৯৭৯’ এবং বাংলাদেশে লেখক সমিতি কর্তৃক সম্মাননা পদক ২০১২ লাভ করেন।