অধ্যাপক এম কবির উদ্দিন আহমদ ছিলেন একজন শল্যচিকিৎসক বা সার্জন। তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কবির উদ্দিন সব সময় প্রগতিশীল চিন্তা-চেতনার সাথে জড়িত ছিলেন। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তার মনোজগতে যে চিন্তা-চেতনার ব্যাপ্তি ঘটে তারই ধারাবাহিকতায় রাজনীতি, গণ-আন্দোলন, মুক্তিযুদ্ধ তাকে আকর্ষণ করে। আর সে কারণেই কবির উদ্দিন নীরবে-নিভৃতে দেশ, মাটি ও মানুষের কল্যাণে গড়ে তুলেন অনেক কীর্তিগাথা। কবিরের এসব কীর্তিগাথার কাহিনী নিয়েই আলোচ্য গ্রন্থ। তবে বইটিতে কাহিনীর বিস্তারিত বিবরণ প্রকাশ না করে বেশির ভাগ ক্ষেত্রে প্রামাণ্যদলিল উপস্থাপন করা হয়েছে। কবির ছিল একজন দক্ষ সংগ্রাহক। স্কুলের মানি রিসিট থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ ও দুর্লভ দলিলও তার সংগ্রহে ছিল। উক্ত বইটিকে তথ্যবহুল করার জন্য তার এইসব দলিলপত্র হুবহু প্রকাশ করা হয়েছে।