ফ্ল্যাপে লিখা কথা
যতীন সরকার একালের অগ্রণী চিন্তাবিদ -একথা নির্দ্বিধায় বলা য়ায়। তিনি সেই বিরল প্রাবন্ধিকদের অন্যতম যাঁর সূচনা সমমনাদের উদ্দীপিত করে, ভিন্নমতাবলম্বীদের চিন্তার খোরাক যোগায়। সাহিত্যের কীর্তিমান অধ্যাপক হলেও তাঁর লেখালেখির শুধু সাহিত্য সীমাবদ্ধ থাকেনি। সংস্কৃতি, সমাজ, ইতিহাস , রাজনীতি ,দর্শনও ধর্মের বিস্তৃত জগতেও তাঁর অবাধ বিচরণ। গত পাঁচ দশকে তাঁর রচনা এদেশের সমাজ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভাষ্যে পরিণত হয়েছ। চিন্তা স্পষ্টতায়, বিশ্লেষণের তীক্ষ্ণতায়, বক্তব্যের ঋজুতায় ও জীবনদর্শনের বলিষ্ঠতায় তাঁর প্রবন্ধ হয়ে উঠেছে বাংলা প্রবন্ধসাহিত্যের অমূল্য সম্পদ। ‘যুগান্তরের ঘূর্ণিপাক ও বাংলাদেশের উপন্যাস’ সাম্প্রতিক কালের একটি অনন্য সংযোজন।
ভূমিকা
এ-বইয়ের সংকলিত প্রথম প্রবন্ধটি ১৯৬৭ সনে রচিত, এবং সে-সময়েই বাংলা একাডেমী পত্রিকায় প্রকাশিত। এরপর কবি আহসান হাবীব তৎকালীন ‘দৈনিক পাকিস্তান ‘ পত্রিকায় এটি ধারাবাহিক ভাবে পুন:প্রকাশ করেন। এই প্রবন্ধটির জন্যই আমি বাংলা একাডেমী থেকে ‘ডক্টর মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক’ লাভ করি।
প্রবন্ধটি সুধী পাঠকমহলের সুদৃষ্টি আকর্ষণ করে। এদেশে ও পশ্চিমবঙ্গে বাংলাদেশের উপন্যাস নিয়ে রচিত প্রায় সকল গবেষণামূলক গ্রন্থের রচয়িতা গণই যথাযথ স্বীকৃতি সহকারে আমার এই প্রবন্ধটি থেকে অনেক উপাদান গ্রহণ করেছেন। কেবল মাহমুদুল হকের ‘কালো হরফ’ উপন্যাসের আলোচনাটি ১৯৯২ সালে রচিত।
নন্দিত কথা শিল্পী হুমায়ূন আহমেদের লেখক জীবনের যাত্রা শুরুতে তাঁর মাত্র দুটো উপন্যাস যখন প্রকাশিত হয়েছে যখন, তখনই ‘সোমেন চন্দের উত্তর সাধক চাই’ লিখিত এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের মুখপত্র ‘বই’ এ (আগস্ট ,১৯৭৩) প্রকাশিত। এর পর প্রায় চল্লিশ বছর অতিক্রান্ত হয়েছে। হুমায়ূন আহমেদের অজস্র রচনার ভাণ্ডার রেখে জীবনমঞ্চ থেকে বিদায় গ্রহণ করেছেন। ভাবীকালের সুধী সমালোচকবৃন্দের হাতে তাঁর রচনার যথার্থ মূল্যয়ন হবে যেদিন, সেদিন হয়তো আমার লেখাটি নিতান্ত অকিঞ্চিৎকর বলেই বিবেচিত হবে। তবু, নিতান্ত অপটু হাতে হলেও আমিই যে প্রথম হুমায়ূন আহমেদের লেখা নিয়ে দীর্ঘ আলোচনার অবতারণা করেছিলাম -এ কথা ভেবে খুবই গৌরবান্বিত বোধ করি।
ইতোমধ্যে সেলিনা হোসেন বাংলা উপন্যাস সাহিত্য বিশেষ মর্যাদাপূর্ণ আসন অধিকার করে নিয়েছেন। তাঁরও লেখক-জীবনের প্রায় গোড়ার দিকে রচিত একটি উপন্যাসের যে সমালোচনা আমি লিখেছিলাম এবং যেটি সে-সময়কার ‘সমকাল’ এ ছাপা হয়েছিল, সেটিই আমার এবইয়ের শেষ প্রবন্ধ। ঔপন্যাসিক সেলিনা হোসেনের সমগ্র সাহিত্যকৃতির সুষ্ঠু মূল্যায়নে এগিয়ে আসবেন উপযুক্ত অধিকারী সমালোচকবৃন্দ- এমনটাই প্রত্যাশা করি।
আমি গত কয়েক বছর যাবৎ দুরারোগ্য আর্থরাইটিসে আক্রান্ত হয়ে গৃহবন্দি। আত্নজ -প্রতিম শ্রীমান রাজীব সরকারের উদ্যোগেই আমার পুরনো লেখাগুরো সংগৃহীত ও প্রকাশিত হচ্ছে। তাকে আন্তরিক স্নেহশিস জানাই।
প্রকাশক মিলন নাথের প্রতি আমার কৃতজ্ঞতা অন্তহীন।
বিনীত
যতীন সরকার
সূচিপত্র
* পাকিস্তানোত্তর পূর্ব পাকিস্তানের বাংলা উপন্যাসের ধারা
* আবুল মনসুরের জীবন দর্শন : ‘জীবন ক্ষুদার দর্পণে’
* মানবতন্ত্রী আবুল ফজল ও তাঁর রাঙ্গাপ্রভাত
* ঐতিহাসিক রস, ঐতিহাসিক উপন্যাস ও সত্যেন সেন
* যুগান্তরের ঘূর্ণিপাক ও বাংলাদেশের উপন্যাস
* মাহমুদুল হক ও তাঁর ‘কালো হরফ’
* সোমেন চন্দের উত্তরসাধক চাই
* ‘হাঙর নদী গ্রেনেড’: একটি উপন্যাসিকা