ফ্ল্যাপে লিখা কথা
আশৈশব স্বপ্ন ছিল- উড়োজাহাজ নামক কলের লাঙ্গল দিয়ে আকাশের জমি চষে ফেলার। এইচএসসিতে দুর্দান্ত রেজাল্ট করার পর মাকে নিয়ে হাজির হলো প্রাইভেট বিমান প্রশিক্ষণ কেন্দ্রে। আকাশ ছুঁতে গেলে, আকাশ ছোঁয়া খরচের হিসেব শুনে মা এর কঠোর নির্দেশ- যদি পার, জি ডি পাইলট হয়েই আকাশেল হাওয়া খেতে যাও। মা এর চ্যালেঞ্জ মাথা পেতে নিয়ে আইএসএসবিতে কোয়ালিফাই করে তীক্ষ্ম মেধাবী ছেলেটি ফ্লাইট ক্যাডেট হয়ে মায়ের কোলে ছেড়ে, ব্যস্ত ঢাকা শহরের কোলাহল ফেলে দূর জেলা শহরের বিরাণভূমির বিমানঘাঁটিতে আস্তানা করে। বাংলাদেশেল সাহিত্যাকাশে এই প্রথম বিমানবাহিনীর গহীনের অনেক অজানা কথা উঠে এসেছে এই উপন্যাসের গ্রন্থিতে। অদেখা এক ভুবনের কথামালা ‘পুত্র’ উপন্যাস পাঠের নতুন স্বাদের অঙ্গীকার পাঠকের কাছে লেখকের।