ফ্ল্যাপে লিখা কথা
উপমহাদেশে জনপ্রিয় নেতা অনেকেই ,কিন্তু মহান নেতার সংখ্যা অতি অল্প। মওলানা ভাসানী সেই অল্প সংখ্যক মহান নেতার একজন। বৈচিত্র্যময় ও ঘটনাবহুল তাঁর দীর্ঘ জীবন।তাঁকে অনেকের কাছে থেকে দেখেছেন অগণিত মানুষ। তাঁদের অনেকের স্মৃতিচারণে উঠে এসেছে তাঁর জীবনের অনেক অজানা দিক। এই বইয়ের টুকরো টুকরো কাহিনীগুলো শুধু আকর্ষণীয় নয়, মওলানা ভাসানীর রাজনীতি বোঝার পক্ষেও তাঁর গুরুত্ব অপরিসীম। ব্যক্তি ভাসানী ও রাজনীতিবিদ ভাসানীকে জাততে আজো -অজানা এই ঘটনাগুলোর আর কোনো বিকল্প নেই। শুধু অসাধারণ পাঠক নন, লেখক ও গবেষকদেরও এ গ্রন্থ অবশ্যপাঠ্য।