হাইকোর্ট থেকে প্রেসক্লাবের দিকে যাচ্ছি। মাথায় কাগুজে পোকা খটখট শব্দে কামড়াচ্ছে। বাসে বসেই লিখে ফেললাম অন্তমিল ও ছন্দহীন কয়েক লাইন। গদ্যের ভূমিতে পা দিয়ে একটা আনন্দ ঢুকে গেলো মনে। এ মাটিতে হেঁটে গেছেন হুমায়ূন আহমেদ। তাঁর আগে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আহমদ ছফা দেখিয়ে গেছেন পথ। এ পথে হাঁটতে না পারি অন্তত কিছুকাল আগন্তুক হয়ে ঘোরাফেরা করি- তাতেও বিশেষ এক গর্ব আছে। মূলত আমাদের চারদিকে ঘটে যাওয়া ঘটনাগুলো সহজাত; কিন্তু সেখান থেকে পাওয়া অনুভূতিগুলো দুর্লভ। তেমনই কিছু অনুভূতিজাত গল্প মলাটবদ্ধ হয়েছে ‘সাইলেন্ট কল’ বইটিতে। । প্রচ্ছদ ও অলংকরণ করেছেন মোরশেদ মিশু। সমাজবাস্তবতা, অসংগতি, ধোঁয়াশাময় প্রেম, পরিচিত শৈশবের অপরিচিত কাহিনী বিষয়ক মোট সাতটি গল্প রয়েছে বইটিতে। সবার সহযোগিতা ও শুভ কামনা আশা করছি।
আল নাহিয়ান
শ্যামলী, ঢাকা