ভূমিকা
আদমের জন্য অপেক্ষা আমার লেখা দ্বিতীয় উপন্যাস। যতদূর মনে পড়ে, এটা প্রথমে ছিল গল্পের আকারে। প্রকাশিত হয়েছিল ১৯৭৭-৭৮ সালের দিকে। পড়ে এটিকে বড় করা হয়। সেটা সম্ভবত ১৯৮০ সালে। পত্রিকায় প্রকাশিত হয় ১৯৮৪ তে। এর আগে অবশ্য ‘মামুলী ব্যাপার’ নামে অন্য একটি লেখা উপন্যাস হিসেবে পত্রিকায় ও বই আকারে প্রকাশিত হয়েছে। আদমের জন্য অপেক্ষা বই হিসাবে প্রথম বের হয় ১৯৮৬ সাল। এর পেছনে অবশ্যই মুক্তধারা ও চিত্তরঞ্জন সাহা, অর্থ্যাৎ চিত্ত বাবু বা চিত্তদা’র ভূমিকাই প্রধান ছিল।
আমার প্রথম বই পরাস্ত সহিস, গল্পসংকলন, বেরিয়েছিল ১৯৮২ সালে। সেটি ছিল নিজস্ব উদ্যোগ। এরপর আরো একটি বই এক বন্ধুর উদ্যোগে। এর মধ্যে হঠাৎ একদিন সুব্রত বড়ুয়া বললেন, একটা পাণ্ডুলিপি তৈরি করো, তোমাকে মুক্তধারায় চিত্তবাবুর কাছে নিয়ে যাব। পাণ্ডলিপি তৈরি করতে সময় লাগল না, প্রায় তৈরিই ছিল। সুব্রত দা নিয়ে গেলেন চিত্তবাবুর কাছে। তার হাসিমুখ এখনো মনে পড়ে । তিনি বললেন, পাণ্ডুলিপি দুজন রিভিউ করবেন, মনোনীত হলে তারপর একজন ব্যাকরণ ও বানানবিদের কাছে যাবে। সেই অনেক আগে চিত্তরঞ্জন সাহা এই প্রয়োজনীয় আধুনিক ব্যবস্থাটি চালু করেছিলেন। মুক্তধারা থেকে গল্পগ্রন্থ ‘আগমন সংবাদ’ বের হলো ১৯৮৪-র জুনে।
পরে পাণ্ডুলিপি চিত্তদা নিজেই চেয়েছিলেন। সেটিই আদমের জন্য অপেক্ষা। আজ জহর লাল সাহা ও সজীব সাহার উদ্যোগে সেই মুক্তধারা থেকে আদমের জন্য অপেক্ষা এখন নতুন করে বের হচ্ছে, এক ধরনের আবেগ ও সুখস্মৃতি অনুভব করছি।
আর, বহুদিন পর বইটি আবার নেড়েচেড়ে দেখতে পাচ্ছি, এই লেখাটিতে অনেক আবেগ, লেখাটি অনেক সরল, কিন্তু পূর্ণমাত্রায় আন্তরিক। সবার জন্য শুভকামনা।
মইনুল আহসান সাবের মে-২০১২