ফ্ল্যাপে লিখা কথা
চোখে চোখ পড়লেই লোকটা হাসে। জনির প্রথমে ভালো লেগেছিল। একা রাস্তায় অপরিচিত মানুষের হাসি ভরসা দেয়। এখন একটু কেমন যেন লাগছে। একবার , দুই বার হাসি ঠিক আছে । কিন্তু এত বার হাসবে কেন? হাসে অথচ কথা বলে না।
জনি কী ভেবে শেষে জিজ্ঞেস করে ফেলল, আপনি কি আমাকে চেনেন?
না । তোমাকে চিনব কেন? তুমি চেনার মতো কেউ তো না। তাহলে হাসছেন কেন?
হাসছি, কারণ এত সহজে হাতেরে কাছে একটা শিকার চলে এসেছে এই আনন্দে। কী বললেন? কে আপনার শিকার?
তুমি।
আমি!
হ্যাঁ। আমার নাম রফিক ডাকাত। সবাই এক নামে চেনে। তুমি ছোট তেপা তাই নামটা নাও শুনতে পারো। তোমার বাবা মা শুনেছেন নিশ্চিত। এই যে মোবাইল না, তুমি তাদের সঙ্গে কথা বলে দেখতে পারো।
সে মোবাইলটা বাড়িয়ে ধরে। তারপর একটু ভেবে বলে, যাও ওনারা যদি আমার নাম শুনে চিনতে না পানে তাহলে তোমাকে ছেড়ে দেব।আর যদি চেনেন….. লোকটা হাসে। এখন হাসিটা ডাকাতের মতই লাগে। জনি এখন কী করবে? ফোনটা নেবে! বাবার সঙ্গে কথা বলবে।