ফ্ল্যাপে লিখা কথা
হৃদয়হীন কবিতা
আমি কবিতাকে কঠিন করে দিয়ে যাব
কবিদের কাছে
কবিতাপ্রেমীদের কাছে
এ আমার দৃঢ় অঙ্গীকার
কবিতার তরলে আমি বিষ ঢালি
প্রিয় কার্বলিক অ্যাসিড
আমি চাই কাঠখোট্র কঠিন
হৃদয়হীন কবিতা
হৃদয় লেনদেনের লীলাখেলায়
কবিতার চেয়ে কপটতাই ক্রূর হয়ে ফোটে
হৃদয়ের রিরংসায়
রোমান্সের রঙে না ভেসে
হৃদয়হীন ইস্পাতের ধারালো ফলায়
কবিতাকে সমর্পিত করে
রক্ত ও রক্তকরবীকে
একই সুতোয় মালা গেঁথে দেব
কবিতা আর কোখিলকণ্ঠী হবে না
কবিতা হবে কর্কশ
রোঁয়া ওঠা
বিশ্রী
কবিতা হবে সুশ্রী সর্বনামের জনক জননী