ফ্ল্যাপে লিখা কথা
অনেকদিন কবিতার সাথে আছি। আগে পড়েছি, বুঝতে চেষ্টা করেছি। বাঙরার মানুষের ভেতর কবিতা খুব ক্রিয়াশীল। কারণ বাঙলা ঋতু বৈচিত্র্য ও প্রকৃতি। আগে কবিতা মুখে মুখে বলা হতো। হাটে হাটে কবিরা নিউজপ্রিন্টে আট পৃষ্ঠার কবিতা বিক্রি করতো। আমি তাদের কাছে কবিতার জন্য ঋণী হয়ে আছি। তাঁরা লিখতেন ধর্মনিয়ে মারেফতি কবিতা। এই গভীর প্রাণজ দর্শন আমাকে খুব নাড়া দিয়েছে। আমি কবিতার সেই মূল থেকে সরে আসতে পারিনি। বাংলাদেশের প্রায় সকল কবিই হয়ত এ ধরণর কবিতার সাথে পরিচিত। নানাভাবেই নানা বিষয়ে কবিতা লেখা হয়। তা বরাবর সুরের আলোয় ছড়িয়ে যায় । ভাই-বোন বাবা-মা ছেলে,মেয়ে প্রেমিক-প্রেমিকার মাঝে ভালোবাসা ছড়িয়ে আছে।
এই কবিতা সংকলনের কবিতা গুলোতে সেসব ভালোবাসার কথা বলা হয়েছে। কবিতা খুব সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে । মানুষ কবিতা লেখে মানুষকে নিয়ে, মানুষের উদ্দেশ্যে। আমিও আমার কবিতা মানুষের উদ্দেশ্যেই নিবেদন করলাম। যদি কারো ভালো লাগে কৃতার্থ হবো।
ভাস্কর চৌধুরী
অমিয়ধারা
সূচি
* কবি ও কবিতা
* ঘোলাচোখে
* সার্বভৌম
* সস্তা মানুষ
* অপারগতা
* জীবন মোচায় গুপ্ত পচন
* কবি
* এলোমেলা কাব্য
* শান্তি ও মুক্তি বাসনায়
* শিউলি
* স্ত্রী
* শূন্য তুমি পূর্ণ করে নাও
* তুমি
* রৌদ্রে জ্বলা তপ্ত ছড়া
* আমি এখন গন্ধপাগল
* মানুষ কেনো রহস্য পোষে বলো
* আমার জমানো কিছু গন্ধ ছিলো
* চৈতন্য চিতা জ্বলে
* ও মাতা ওঁ, তোমার কাছে
* আমার ভেতর খেলছে যেজন
* আমাক পোড়াও কেন
* বিবাহ জীবন
* তুমি বলেছিলে তাই
* আমার কিছু ভাল্লাগে না
* আমি তাকে কিছু বলবো না
* মানুষের হিসাব নিকাশ
* মারো আমায় ছুরির ভাষায়
* আবেগ বয়ান
* ভালোবাসার সন্ধ্যাকাজল
* দুঃখ মানে লোকাল গাড়ি
* মৃত চিঠির ঠিকানা
* সহজ সরল স্বপ্ন বয়ান
* মেঘ ও বিরহ
* আজ রাতে অনেক স্বপ্ন দেখেছি
* কাজলা দিদিরে
* তুমি বৃষ্টিকে ফোটাও মেঘ
* কবি ও প্রেমিক
* দুর্দান্ত অভিষেক চাই, দুর্দান্ত প্রত্যাবর্তন চাই
* আমার যত প্রচেষ্টা
* তোমাতে আমাতে কেচ্চা
* আমার মত তুমি
* এই দ্যাখো হে যুবক, যুবতী দ্যাখো
* সমর্পন
* সরল ভালোবাসা
* সকালে
* ভুল ভুল খেলা
* ডাকবাক্স
* কেউ কেউ থাকে রিনাকে খোলা চিঠি
* নগরের হেমন্ত
* পাখিঘরের দুঃখ আমার
* এপিটাফ
* লালন কী জাত সংসারে
* দুধ ভাত স্বপ্ন
* ম্যাচবক্স
* মারো আরো
* বিষণ্নতাই আলো
* জোড়া কদম ফুল
* আমায় তুমি বুঝিয়ে দিয়ে
* আমার ছোট গাঁও
* কোলাজ জীবন
* এর চে বেশি কিছু নয়
* ভালোবাসা
* মায়াবী পবিত্র দ্যুতি
* তুমিনামা
* লিখে যেও সই
* ভালোবাসার প্রচ্ছদ