ফ্ল্যাপে লিখা কথা
সাদনাম বলল, ‘জিদনি, তোমার বন্ধু পিটপিটকে ডাকো । আসতে বলো সবার সামনে।’ লাজুক ভঙ্গিতে জিদনিবলল, ‘পিটপিটকে ডাকা যা্বে না এখানে। যেতে হবে তার কাছে, ব্যালকনিতে।’
‘সেকি, ব্যালকনিতে একা কী করছে পিটপিট,’ প্রশ্ন করল ,রুহানি। ‘চলো সবাই। আগে ব্যালকনিতে যাই। যেলেই বুঝবে কি করছে সে।’ জিদনির কথা শুনে এগিয়ে গেল পুরো দল। ব্যালকনিতে এসে অ্যাকুরিয়ামের দিকে তাকিয়ে জিদনি বলল, ‘ওই যে দেখো, দুই সারী সখিমাছের মাঝখানে লেজ নাড়ছে রঙিন মাছটি।’
রুহানি বলল, হ্যাঁ’ দেখলাম ।কিন্তু ওটা তো মাছ তোমার বন্ধ পিটপিট কোথায়, যে তোমাকে পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহ দিয়েছে গাছ লাগাতে পরামর্শ দিয়েছে। ‘
‘ও-ই পিটপিট! নেত্রকোণার সাতপাই গ্রামের বড় পুকুরের মাছদের রাজার একমাত্র মেয়ে! আমার বেস্ট ফ্রেন্ড।’
জিদনির কথা শুনে একযোগে সবার চোখ উঠে গেল কপালে। জীবনে এমন কেউ বন্ধু হতে পারে, এরকম কথা তারা কখনোই শোনেনি। ঘোর লাগা দশা থেকে নিজেকে উদ্ধার করে রুহানি বলল, ‘এটা কি রূপকথার গল্প? আমাদেরকে কি গল্প শোনাচ্ছ ,জিদনি?
‘না, গল্প শোনাচ্ছি না। আমরা সবাই শিশু। শিশুরা সরল । সুন্দর। সরল আর সুন্দর চোখ নিয়ে সরাসরি তাকাও পিটপিটের চোখের দিকে। মন সরল হলে, শুদ্ধ হলে শুনতে পাবে পিটপিটের কথা । পিটপিটের দিকে তাকাও আনন্দ-ভরা চোখে।’
‘তোমাদের সবার জন্য আদর, ‘পিটপিটের কথা স্পষ্ট শুনতে পেল সবাই। আর শোনার সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, ‘হ্যাঁ’ আমরা শুনতে পাচ্ছি!’ পিটপিটের কথা শুনতে পাচ্ছি!’
জিদনি বলল, ‘দেখলে তো এবার। রূপকথা, নাকি সত্য কথা?’
সবাই একযোগে বলল, ‘সত্যি কথা?