ফ্ল্যাপে লিখা কথা
দুর্নীতি এক অক্টোপাসের নাম। লোভ লালসা, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ, নির্লজ্জ দলবাজি, দখলদারিত্ব, ফ্যাসিজম-দুর্নীতির প্রকাশ অনেক। পরিণতি অবশ্যই ভয়ঙ্কর। অধঃপতনের গভীর খাদে তলিয়ে যাচ্ছে দেশ। বিশ্ব দরবারে বাংলাদেশ কুখ্যাতি অর্জন করেছে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক তিলক জুটেছে বারবার। নৈতিক স্থলন, জালিয়াতি, মাৎস্যন্যায়, মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় দেশকে যে কোথায় নিয়ে চলেছে, তা অনুমান করাও কঠিন।
স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার, গণতন্ত্র, মুক্তচিন্তা, সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নে দৈনিক আমার দেশ দৃঢ়, বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। সত্যনিষ্ঠ, নির্মোহ, জনস্বার্থ তুলে ধরার যে ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা, তার খেসারত দিতে গিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বারংবার নির্যাতিত নিপীড়িত হয়েছে, হচ্ছেন। জেল জুলুম, রিমান্ডের বিভীষিকাও তার অপসহীনতা ও কর্তব্যবোধ থেকে টলাতে পারেনি। ২০১২ সালে আমার দেশ পত্রিকার অষ্টম বর্ষপূর্তি বিশেষ সংখ্যার বিষয় ছিল ‘দুর্নীতিমুক্ত দেশ’। দেশের বিশিষ্ট সমাজচিন্তক তাদের প্রজ্ঞা, মেধা ও পর্যবেক্ষণে দেশের দুর্নীতি পরিস্থিতির মূল্যায়ন বিশ্লেষণ করেছেন। এই মহাসঙ্কট থেকে উত্তরণের ঈঙ্গিত আভাস পথনির্দেশও রয়েছে এ সকল সুচিন্তিত রচনায়।
নির্ভীক, সত্যনিষ্ঠ সাংবাদিক মাহমুদুর রহমানের সুযোগ্য সম্পাদনায় সেইসব লেখা নিয়ে প্রকাশিত হলো এই গ্রন্থ। সম্পাদনায় সেইসব লেখা নিয়ে প্রকাশিত হলো এই গ্রন্থ। দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে দেশপ্রেমিক নাগরিকদের অনিবার্য লড়াইয়ে এ গ্রন্থ নিশ্চয়ই কমবেশি সাহস ও প্রেরণা সঞ্চার করবে।
সূচিপত্র
* প্রথমে রাজনৈতিক উচ্চমহলকে দুর্নীতিমুক্ত করা জরুরি
* দুর্নীতি প্রসঙ্গে
* বাংলাদেশ দুর্নীতি দমন
* দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সৎ নেতৃত্ব চাই
* দুদক নিজেই দুর্নীতিগ্রস্ত
* দুর্নীতির অর্থনীতি
* পক্ষপাতদুষ্ট নিয়োগে বিচারব্যবস্থায় দুর্নীতির ব্যাপক প্রসার ঘটছে
* দুর্নীতিমুক্ত পরিবেশে ভালোই আছি
* দুর্নীতিমুক্ত বাংলাদেশ : কল্পনা ও কামনা
* অসম্ভব নয় দুর্নীতিমুক্ত দেশ
* দুর্নীতি মামলায় দণ্ডিত ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী : রাষ্ট্রীয়ভঅবে দুর্নীতিকে প্রশ্রয়
* ধারাবাহিক দুর্নীতির ফলে অবকাঠামো খাত উন্নয়নবঞ্চিত হচ্ছে
* দুর্নীতি দমন : আমার অভিজ্ঞতা ও পরামর্শ
* দুর্নীতিমুক্ত দেশ গড়া কি সম্ভব
* দুর্নীতিমুক্ত দেশ
* আলমগীর মহিউদ্দিন
* অশনি সংকেত
* দুর্নীতি ও জনগণভীতি
* দুর্নীতি বিষয়ক যৎকিঞ্চিৎ
* উন্নয়নের চালিকাশক্তি দুর্নীতি
* সুনীতি নির্বাসনে; দুর্নীতি সিংহাসনে
* ব্যাংকিং খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা
* করাপশন
* স্বচ্ছতা নেই বলেই দুর্নীতি
* দুর্নীতিমুক্ত সমাজের আকাঙ্ক্ষা এবং আমাদের বাস্তবতা
* আমার হাত কাঁপছে
* সেই তো মল খসালি তবে কেন লোক হাসালি
* দুর্নীতির সূচনা পর্ব
* কালের কণ্ঠে গানের মালা ‘তুই চোর’
* বাংলাদেশে দুর্নীতির মহোৎসব চলছে
* বিদ্যুৎ খাতের মহাচোর ও দায়মুক্তি আইন প্রসঙ্গে
* দুর্নীতি : জাহেলিয়াতের নতুন অন্ধকার
* দুর্নীতির মহোৎসব ও সুশাসনের কফিন