ফ্ল্যাপে লিখা কথা
মুক্তিযোদ্ধার জয় ও রাজাকার-পাকিস্তানিদের পরাজয়-এই সরলীকৃত বিষয়ের গল্প-কাহিনী এগুলো নয়। এর গভীরে মানব-হৃদয়ের অতল রহস্য ও দ্বন্দ্ব ফুটে উঠেছে। কাহিনীর বহুমাত্রিকতা প্রকাশ পেয়েছে। বাইরের ঘটনার সঙ্গে অন্তর্নিহিত বহমান ধারা, যুদ্ধের নিষ্ঠুরতার সঙ্গে মানবীয় ফল্গুস্রোত, কিশোর-কিশোরীর যুদ্ধযাত্রা-কাহিনীর পরতে পরতে আছে বাংলার প্রকৃতির অচ্ছেদ্য উপস্থিতি। কখনো নরনারীর প্রেম, বীরাঙ্গনার দেশপ্রেম, আবার কখনো প্রকৃতিও অংশ নিয়েছে মুক্তিযুদ্ধে। আবার কখনো প্রকৃতিও অংশ নিয়েছে মুক্তিযুদ্ধে। গল্প নির্মাণের কুশলতা ও সত্য ঘটনা অবলম্বনে কাহিনী নির্মাণের শিল্পিত-চৈত্য ও অন্তর্মুখিনতা কাহিনীগুলোর স্থায়ীসম্পদ। বাংলা সাহিত্যে এই গল্প-কাহিনী দিকচিহ্ন হয়ে থাকবে-একথা গর্ব করে বলার মতো। কথাসাহিত্যিক এই কাহিনীগুলোর জন্য কলম হাতে মুক্তিযুদ্ধ করেছেন। এসব গল্প থেকে তাঁকেও উন্মুল করা সহজ নয়। কালের হিসাবে এই লেখাগুলো এই শতাব্দির। প্রকাশিতব্য তিন খণ্ডের প্রথম গ্রন্থ এই বই।