রাশিয়ার রূপকথা নিয়ে সম্ভব-অসম্ভবের সীমানা পেরিয়ে এক অলৌকিক কল্পজগৎ তৈরি করে আমাদের পরিচিত পৃথিবীকে ভিন্ন রংয়ে রাঙিয়ে দেয় যে গল্পগুলো, তারই নাম তো রূপকথা। তাই তো আমরা রূপকথার কাহিনিতে দেখি দুধের নদী, ক্ষীরের সাগর। আর দেখি, গাছেগাছে ঝুলে আছে মণিমুক্তোর ফল। পশুপাখিরা সেখানে মানুষের মতোই নানান কাজকর্মে রত। ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, শুভ আর অশুভে সেখানে বয়ে চলেছে তাদের দ্বন্দ্বময়, ছন্দময় জীবন। নানা সংঘাতপর্ব পেরিয়ে সেখানে শুভশক্তির জয় হয়, আর অন্যায়ের ধারকেরা হয় পর্যুদস্ত। পৃথিবীর সব রূপকথার গল্পে এটাই মূল সুর। ‘রাশিয়ার রূপকথা’ বইটিতে রহীম শাহ এ ধরনের কয়েকটি গল্পের অনুবাদ ও সঞ্চয়ন করে শিশুকিশোর পাঠকদের সামনে তুলে ধরেছেন।
এসব গল্প পড়ে ভাষান্তরেও আমরা পাই মূলের আস্বাদ। আর রহীম শাহ-র নিজস্ব ভাষাশৈলী তো আছেই। বইটি আমাদের শিশুকিশোর পাঠকেরা সাগ্রহে পড়বে, শুধু তাই নয়, অশুভের বিরুদ্ধে শুভশক্তির পক্ষে নির্ধারিত করে নেবে তাদের অবস্থান।