রাশিয়ার রূপকথা

৳ 175.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

রাশিয়ার রূপকথা নিয়ে সম্ভব-অসম্ভবের সীমানা পেরিয়ে এক অলৌকিক কল্পজগৎ তৈরি করে আমাদের পরিচিত পৃথিবীকে ভিন্ন রংয়ে রাঙিয়ে দেয় যে গল্পগুলো, তারই নাম তো রূপকথা। তাই তো আমরা রূপকথার কাহিনিতে দেখি দুধের নদী, ক্ষীরের সাগর। আর দেখি, গাছেগাছে ঝুলে আছে মণিমুক্তোর ফল। পশুপাখিরা সেখানে মানুষের মতোই নানান কাজকর্মে রত। ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, শুভ আর অশুভে সেখানে বয়ে চলেছে তাদের দ্বন্দ্বময়, ছন্দময় জীবন। নানা সংঘাতপর্ব পেরিয়ে সেখানে শুভশক্তির জয় হয়, আর অন্যায়ের ধারকেরা হয় পর্যুদস্ত। পৃথিবীর সব রূপকথার গল্পে এটাই মূল সুর। ‘রাশিয়ার রূপকথা’ বইটিতে রহীম শাহ এ ধরনের কয়েকটি গল্পের অনুবাদ ও সঞ্চয়ন করে শিশুকিশোর পাঠকদের সামনে তুলে ধরেছেন।

এসব গল্প পড়ে ভাষান্তরেও আমরা পাই মূলের আস্বাদ। আর রহীম শাহ-র নিজস্ব ভাষাশৈলী তো আছেই। বইটি আমাদের শিশুকিশোর পাঠকেরা সাগ্রহে পড়বে, শুধু তাই নয়, অশুভের বিরুদ্ধে শুভশক্তির পক্ষে নির্ধারিত করে নেবে তাদের অবস্থান।

Rahim Shah-১৯৫৯ সালের ৩রা অক্টোবর চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ায় রহীম শাহ জন্মগ্রহণ করেন। তাঁর আদিবাস চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুরের কাজীবাড়ি। কে. এম. আবদুস শুকুর এবং সৈয়দা রিজিয়া বেগমের পঞ্চম সন্তান তিনি। পেশায় সাংবাদিক। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অন্যতম কর্মী রহীম শাহ শিশু ও পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা শাপলা দোয়েল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং এনসিসি (নেচার কনজারভেশন কমিটি)-এর ভাইস প্রেসিডেন্ট। প্রধানত শিশু-কিশোর সাহিত্যের লেখক। ১৯৭০ সাল থেকে লেখালেখির শুরু। বাংলাদেশের প্রায় প্রতিটি পত্রপত্রিকার নিয়মিত লেখক। এ-পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫২। সাহিত্যকর্মের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে সম্মানিতও হয়েছেন। ইতোমধ্যে তিনি অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পুরস্কার, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান স্বর্ণপদক, মওলানা ভাসানী স্মৃতি পুরস্কার, জসীমউদ্দীন স্মৃতি পুরস্কার, আবদুল আলীম স্মৃতি পুরস্কার, শিশু-কিশোর নাট্যম শিশুসাহিত্য পুরস্কার, আমরা কুঁড়ি শিশুসাহিত্য পদক, চন্দ্রাবতী একাডেমী শিশুসাহিত্য সম্মাননা, কথন শিশুসাহিত্য পদক, কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি স্বর্ণপদক, কবি গোবিন্দচন্দ্র দাশ সাহিত্য সম্মাননা এবং নওয়াব ফয়জুননেসা স্বর্ণপদক-এ ভূষিত হয়েছেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ