মহানবী (সা.)-এর জীবনের বিচিত্র সব কাহিনী পাঠ সবার জন্য একদিকে যেমন আগ্রহ-উদ্দীপক, অন্যদিকে প্রতিটি মুসলমানের জন্য এটা ভবিষ্যত্ চলার পথের পাথেয়। মহানবীর জীবনী পাঠ করে তারা নিজেদের সুন্দর ভবিষ্যত্ গড়ে তুলতে পারবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিশেষ বিশেষ ঘটনাগুলোকে এই বইতে কবিতার ঢংয়ে সুন্দরভাবে প্রকাশ করেছেন লেখক বিন আরফান। বইটি শুধু ছোটদের নয়, সকলের কাছেই সুখপাঠ্য হয়ে উঠবে বলে আশা রাখি।