সব ভালোবাসা বিক্রি করে দেবো

৳ 100.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

ফ্ল্যাপে লিখা কথা
এক যে ছিলো ভালোবাসা
কোথায় থাকে সে
আমি মরছি জীবদ্দশায়
শুধু ভালোবেসে।
ভালোবাসার অনেক দাম
শুনি সবার কাছে
নেবে নাকিগো ভালোবাসা
আমার কাছে আছে।

ভূমিকা
একজন সাংবাদিককে সব সময় লেখালেখির মধ্যে থাকতে হয়। অনেক লিখতে হয়। অনেক ধরনের লেখা লিখতে হয়। অনেক যায়গায় যেতে হয়। যেতে যেতে পথে পথেও লিখতে হয়। সেই সব লেখালেখির মধ্যে যখন যখন ভালোবাসা জেগে উঠেছে< তখন তখন ভালোবাসার দু’চার ছত্র কবিতা লেখা হয়েছে তবে সেই কবিতা যেমন সংগ্রহে রাখিনি তেমনি উদ্ধার করাও সম্ভব ছিলোনা। আমার খুব কাছের এবং খুব নিজের কয়েকজন মানুষ এই দূরুহ কাজটি করেছে। যাদের সহযোগিতা না পেলে এই বইয়ের কবিতাগুলো পাঠক সম্মুখে উপস্থাপন করা যেতো না।

বইয়ের নাম দেখে যে কেউ ভাবতে পারেন আমি হয়তো ভালোবাসা বিদ্বেশী অথবা ভালোবাসা দ্বারা আক্রান্ত। আসলে এর কোনটাই নই। ভালোবাসা ছাড়া যেমন কেউ বাঁচতে পারে না, তেমনি আমিও সকলের মত একজন। মা-বাবা, ভাই-বোন, প্রেমিক প্রেমিকা, ছেলে মেয়ে, সহকর্মী-সহযাত্রী অনেকের ভালোবাসা আমি পেয়েছি। অনেকের ভালোবাসা আমি হারিয়েছি।

তবে অনেক কষ্ট দুঃখ আনন্দ নিয়ে, অনেক দিন রাত ভেবে ভেবে একটা সত্য উদ্ধার করেছি- ভালোবাসার মানুষ হারিয়ে যায় কিন্তু ভালোবাসা কখনো হারায় না। সে যে কারো ভালোবাসাই হোক। যতটুকু ভালোবাসাই হোক।

ভালোবাসা যেমন মানুষকে ভালোবাসায়, তেমনি ভালোবাসা মানুষকে হাসায়-কাঁদায়। ভালোবাসতে যেমন ভালোলাগে, ভালোবাসায় সফল হলে হিমালয়ের চূড়ায় ওঠার মত অ।ানন্দ হয়। আবার ভালোবাসায় ব্যর্থ হলে মনে হয় হিমালয়ের চূড়ায় থেকে বুঝি পরে গেলাম পথের ধুলোয়। ভালোবাসা পৃথিভীর সব মানুষকে আনন্দ দিয়েছে। ভালোবাসা পৃথিবীর সব মানুষকে কম বেশী কাঁদিয়েছে। ভঅলোবাসার সফলতায় যারা আজ এই মূহুর্তে আনন্দিত তাদের সকলের জন্য রইল আমার অভিনন্দন। আর ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা আজ এই মূহুর্তে চোখের জল ফেলছেন তাদের সকলের প্রতি আন্তরিক সমবেদনা। শুধু একটি কথা মনে রাখতে বলবো। পৃথিবীর সকল বৃক্ষ একদিন শুনিয়ে নিস্ফলা হয়ে মাটির সঙ্গে মিলিয়ে যাবে কিন্তু ভালোবাসার বৃক্ষ কখনো নিষ্ফলা হবে না। মিলিয়ে যাবে না। ধ্বংশ অথবা বিনাশ হবে না। ভালোবাসার গাছ থেকে ভালোবাসা ফল ফলবেই। আজ যিনি ভালোবাসা হারিয়েছেন আগামীকাল তিনি ভঅলোবাসা পাবেনই। সেই ভালোবাসা হতে পারে পছন্দের প্রিয় কোন মানুষের কাছ থেকে। অথবা নদী পাহাড় সমুদ্র থেকে কিংবা পরিবেশ ও প্রকৃতি থেকে। এই পৃথিবী পুরোটাই ভালোবাসায় পরিপূর্ণ। পাওয়া আর না পাওয়ার খেলা শুধু চলে অবিরাম। জীবনে যাদের ভালোবেসেছি তাদের প্রতি এখনো আমার ভালোবাসা বর্তমান। যাদের ভঅলোবাসিনি তাদের প্রতি আমার সীমাহীন ভালোবাসা। আমি সব ভালোবাসা বিক্রির পক্ষে তবে সেটা হবে অবশ্যই ভালোবাসার দামে।

ভালোবাসা দিবসে বিশ্বের সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। পর্যাপ্ত ভালোবাসা। গুদামজাত ভালোবাসা। রপ্তানীযোগ্য ভালোবাসা। উৎপাদিত ভালোবাসা। জন্ম থেকে অদ্যাবধি যত ভালোবাসার চাষ করেছি সকল ফলনশীল ভালোবাসা। শুধু একদিনের জন্য নয়, প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি বছর, প্রতিটি ক্ষণ, প্রতিটি মূহুর্তের জন্য।

শহীদুল হক খান
সাংবাদিক, পরিচালক, নাট্যকার, উপস্থাপক ও
জাতীয় পুরষ্কার প্রাপ্ত গীতিকার।
ডন প্লাজা, ৯ বঙ্গবন্ধু এভিনিউ
লেভেল-১১, ঢাকা-১০০০।

বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ