ফ্ল্যাপে লিখা কথা
বাঙালি জাতির সবচে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের ছিল উল্লেখযোগ্য অংশগ্রহণ। তাদের সংস্কৃতি ও অবস্থান দেশের মূলস্রোত থেকে স্বতন্ত্র বা বিচ্ছিন্ন হলেও জাতীয় পর্যায়ের ঘটনাবলী থেকে কিন্তু আদিবাসী সম্প্রদায় বরাবরই অবিচ্ছিন্ন। দেশের সকল জাগরণে, আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে। ইতিবাচক অবদান সংযোজিত করেছে। মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামে তাঁরা শামিল হয়েছেন, সর্বস্ব খুইয়েও । তাঁদের অবদান এখনো অবধি স্বীকৃতি হয়নি। এমনকি মুক্তিযুদ্ধের তালিকায়ও তারা অন্তর্ভুক্ত হতে পারেননি। এ যাবত আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মুক্তিযোদ্ধাদের বিষয়টি বিস্ময়করভাবে অনালোকিত, অনালোচিত। বর্তমান গ্রন্থে আদিবাসী যোদ্ধাদের ও তাঁদের তৎপরতার কিছু বিবরণ উপস্থাপনের বর্ণনা এখানে সংযোজিত হয়েছে। এগুলো হচ্ছে- সাঁওতালি, গারো, হাজং, মণিপুরী, মাহালী, রাজবংশী, মাহতো, রাখাইন, চাকমা, ত্রিপুরা, মারমা ও ম্রং। প্রাথমিক হিসেবে জানা যায়, একাত্তরের মুক্তিযদ্ধে অংশগ্রহণকারী আদিবাসী সংখ্যা সহস্রাধিক। যুদ্ধে শহীদ আদিবাসীর সংখ্যা আনুমানিক কয়েক শত।