“বাংলাদেশ জেনোসাইড এ্যান্ড ওয়ার্ল্ড প্রেস” বইটি সম্পর্কে কিছু কথা:
স্বাধীনতা সংগ্রামের পেছনে নজীরবিহীন রক্তপাত আর অদম্য ইচ্ছাশক্তি, জনসাধারণের আত্মত্যাগ, নিদারুণ যন্ত্রণা, দুর্দশা আর দুর্ভোগ, তাদের আত্মবিশ্বাস আর আস্থা, বীরত্ব আর সাহসিকতাই ছিনিয়ে এনেছিল চূড়ান্ত বিজয় আর গৌরব। সেসময় বাংলাদেশের ওপর প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মতাে ঘটে যাচ্ছিল এসব ঘটনা এবং দূর থেকে স্পর্শ করছিল গােটা বিশ্বকে। সেই অন্ধকারময় দিনগুলােতে বিদেশী পত্রপত্রিকা ও জার্নালগুলােতে প্রকাশিত প্রতিবেদনের ধারাবাহিক বিবরণ তুলে ধরা হয়েছে বইটিতে। বিশ্বের শান্তিকামী মানুষের মিছিল-সমাবেশ আর বক্তৃতা-বিবৃতির প্রতিধ্বনি উঠে এসেছে এসব জ্বলন্ত প্রতিবেদনে। কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া এবং পাকিস্তানী সেনাবাহিনী ও তার দোসরদের পরিচালিত গণহত্যা আর স্বাধীন বাংলাদেশের মুক্তিযােদ্ধাদের সংগ্রাম সম্পর্কে তাদের মনােভাবও তুলে ধরার প্রয়াস চালানাে হয়েছে এই সংকলনে।