ফ্ল্যাপে লিখা কথা
আত্মকাব্য বইয়ের কবিতা গুলো বিভিন্ন সময়ের ছোট-ছোট অংশে লিখা। দেশের টানে, প্রেমের জ্বালা যন্ত্রণায় মূলত এগুলো লিখেছি নিজের জন্যে, আবার নিজেকে নিজে পাঠ করে আনিয়েছি।
লন্ডনে থেকেও যখন দেশের জন্যে মন কাঁদে, ছুটে যায় মন প্রিয় মাটি, মায়ের কাছে কষ্টে-সুখে লিখেছি এগুলো । আজ বই আকারে পাঠকদের হাতে তুলে দিলাম। আপনাদের কাছে ভাল লাগলেই আনন্দিত হবো।