ফ্ল্যাপে লিখা কথা
টেকনাফের সেমিনারে অনুর বিরক্ত লাগছিল। কারণ জিনস বায়োডাইভার্সিটির এশীয় গবেষকরা নিজেদের মধ্যে পাণ্ডিত্যের জাহিরে বেশ ব্যস্ত। অথচ মিউট্যান্ট কচ্ছপের কারণে পুরো উপকূলীয় অঞ্চল এখন হুমকির সম্মুখীন। এই হুমকি যে কোনো সময় বাড়তে বাড়তে বাংলাদেশে ছাড়িয়ে পুরো পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তা নিয়ে এদেশ মাথাব্যথা আছে বলে মনে হয় না। পৃথিবী মিউট্যান্টের হাতে চলে গেলে আন্তঃগ্রহ সভ্যতার কি হবে তা কি এরা জানে? এরকম একটা মেসেজ তানজিনাকে পাঠালো অনু কিন্তু কোনো উত্তর পেল না মেসেজ এর । তাহলে কী তানজিনার কোনো বিপদ হল? ভয়ংকর সেই কচ্ছপদের খুব কাছাকাছি ওর যাওয়ার কথা…