ফ্ল্যাপে লিখা কথা
নিমগ্ন মাতাল কবিতা শতবছরের যন্ত্রণা-আবেগ নিয়ে পানশালার পথে হেঁটে চলছে। সেখানে কত না ছবি, কত পরিচয়…! সোমরস দিয়ে সাজানো বোতলগুলো বারবার কড়া নাড়ে, আকাশের পানশালায় উড়ে বেড়ায় মেঘমদ বৃষ্টি, মাতাল হাওয়ায় ঝিম লাগে। খৈয়ামের সাকি তখন সুরা ঢেলে দেয় পরম প্রণয়ে। রুমীর মাসনাভি ডানা মেলে নেমে আসে ঘূর্ণিনাচের চক্রবাঁকে। গালিবের মদাসক্তি, গল্প নয় সত্য হয়ে সামনে এসে দাঁড়ায়। এই সবকিছু আরো একবার অপরিহার্য উন্মাদনায় কবিতার হাত ধরে দ্রাক্ষাবনে নেশানৃত্যে ঘোর জাগায়। এভাবেই একগুচ্ছ মাতাল কবিতা এই প্রথম একত্রে পাশাপাশি এসে দাঁড়িয়েছে, নেশার ঘোরে কবিতা উড়ছে তাই চারপাশে…