ফ্ল্যাপে লিখা কথা
প্রবন্ধ সাহিত্যের জগতে তপন বাগচী এখন উজ্জ্বল নাম। সাহিত্যেও সমকালীন বিষয় নিয়ে প্রবন্ধ রচনায় তাঁর সাফল্য ঈর্ষণীয়। সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন আহমেদ কে নিয়ে লিখেছেন স্মৃতিধর্মী গদ্য। রাধারমণ দত্ত, দুরবিন শাহ আর শচীনদের বর্মণের গান নিয়ে তাঁর মূল্যায়ন বিশ্লেষণ রয়েছে। বাংলা গানের ঘাটের কথা নিয়ে তাঁর প্রবন্ধ স্বাতন্ত্রের দাবিদার। ভাষাশহিদ আবদুল জব্বার ও শফিউর রহমানকে নিয়ে একটি প্রবন্ধ বেশ কিছু নতুন তথ্যের সন্ধান দেবে। ঠাকুর অনুকূল চন্দ্র ধর্মগুরু হিসেবে স্বীকৃত হলেও তাঁর বাণী ও রচনা থেকে তিনি নুতন এক সাহিত্যিক-সমাজচিন্তক অনুকিূলচন্দ্রকে আবিষ্কার করেছেন। একিট গ্রন্থের ছন্দবদ্ধ আলোচনা ও অভিভাষণ এই গ্রন্থের একটি অভিনব রচনা। এছাড়া ফোকলোর-বিষয়ক একটি গ্রন্থেও আলোচনা নিয়ে এই গ্রন্থের অবয়ব নির্মিত। প্রতিটি প্রবন্ধই লেখকের সুচিন্তিত অভিনব বিশ্লেষণে ঋদ্ধ। তপন বাগচীর আগের গ্রন্থের মতো এই গ্রন্থটিও পাঠকাদৃত হবে।