হোসেনউদ্দীন হোসেনের চিন্তাচর্চার অন্যতম ক্ষেত্র রবীন্দ্রনাথ- রবীন্দ্রনাথের জীবন-সৃষ্টি-কর্ম-চিন্তা-দর্শনের নানা দিক। এগুলো নিয়ে বেশ কিছু বিশ্লেষণী আলোচনা দীর্ঘদিন করে আসছেন তিনি। তবে এসব রচনা বহুকাল ধরে পত্রপত্রিকার পাতায় ঘুমিয়ে ছিল। অথচ লেখাগুলোর গ্রন্থমূল্য তৈরি হয়ে আছে বহুকাল আগেই। এই প্রথম গ্রন্থভুক্ত হলো সেই সব লেখা। এই লেখাগুলোর মাধ্যমে হোসেনউদ্দীন হোসেনের চোখ দিয়ে আমরা দেখি অন্য রবীন্দ্রনাথকে, সঙ্গে অনন্য রবীন্দ্রনাথকেও।