একজন লেখক কাকে তাঁর বই উৎসর্গ করেন, তা থেকে তাঁর শ্রদ্ধা ও প্রীতির বিষয়টি যেমন বোঝা যায়, তেমনি বোঝা যায় তাঁর আদর্শ ও মূল্যবোধ। রবীন্দ্রনাথের বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। কোনও-কোনও মানুষকে একাধিক বই উৎসর্গ করেছেন – কখনও নাম উল্লেখ করে, কখনও না করে। কখনও উৎসর্গ করেছেন তাদের, যারা তাঁর সেবা করেছে।