রবীন্দ্রনাথের কিছু-কিছু নাটক সাধারণ নাটক নয়। যন্ত্রের প্রাধান্য কখন ঘটে, তা নিয়ে ‘পশ্চিম-যাত্রীর ডায়ারি’তে মন্তব্য করেছেন রবীন্দ্রনাথ। এ কথাই অন্যভাবে প্রকাশ পেয়েছে ‘রক্তকরবী’ নাটকে। একজন নাট্যকার তাঁর নিজের নাটক বিষয়ে কী বলেন, তা সব সময়ই জরুরী। এ বই রবীন্দ্রনাথ নামের এক নাট্যকারের সে-কথাগুলোই তুলে ধরে।