পটভূমি
১৯৭৩ সাল। ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী বছর। নাটকীয় মোড় নিয়েছে ফরাসি বিপ্লব। বিপ্লবী প্রজাতন্ত্রীরা দখল করে নিয়েছে রাজধানী, বন্দি করেছে রাজা পরিবারকে। গিলোটিনে কাটা পড়েছে রাজা ষোড়শ লু্ইয়ের মাথা। তাদের হটিয়ে ফের রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়ছে রাজভক্তরা। বেধে গেছে ভয়াবহ গৃহযুদ্ধ, যার ফলাফলের উপর নির্ভর করছে গোটা ফ্রান্স, তথা রাজতন্ত্রের অনুসারী ইয়োরোপীয় দেশগুলোর ভাগ্য।
দুর্ধর্ষ রাজন্ত্রী সেনাপতি মাহ্খি দু লঁতেনাক এর গল্প এটি। একহাতে তিনি বদলে দিচ্ছেন যুদ্ধের স্রোত । যে কোনও মুল্যে তাঁকে ঠেকাতে ছুটে এসেছে একনিষ্ঠ বিপ্লবী সিমুর্দা এবং লঁতেনাকেরই ভাইপো গুভাঁ। শুরু হয়েছে আদর্শ ক্ষতমার নির্মম লড়াই। আর তার সঙ্গে জড়েয়ে গেছে মিশেল ফ্লেশা নামে এক স্বামীহারা তরুণী। পাঠক, লা মিজারেবল ও হাঞ্চব্যা্ক অভ নটরডেম-খ্যাত ভিক্টর হুগোর লেখনি সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই। শুধু এটুকুই বলব-স্বাধীনতা, আদর্শ, বিপ্লব আর আত্নত্যাগের এই অসামান্য কাহিনি আপনাকে হাসাবে, কাঁদাবে….এমনকি ভাবাবে।বদলে দেবে আপনার চিন্তাধারা। পরীক্ষা প্রার্থনীয়।